কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার হরিনারায়ণপুর বাজারে সদর ঘাটে মরা গরুর মাংশ বিক্রয়ের ঘটনায় পুলিশের হাতে আটক হয় কসাই আসাদুর(৩০)। অভিযুক্ত অপর কসাই সাজ্জাদ বহাল তবীয়তে হরিনারায়ণপুর বাজারে মাংশ বিক্রি করছে।
এ ব্যাপারে ইবি থানার অফিসার ইনচার্জ রতন শেখের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, মরা গরুর মাংশ বিক্রয়ের অভিযোগে একজনকে আটক করেছি। অপর কসাই সাজ্জাদ শাহকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যহত রয়েছে। খুব শীঘ্রই তাকে আটক করা হবে।
উল্লেখ্য, কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার হরিনারায়ণপুর বাজারে সদর ঘাটে মরা গরুর মাংশ বিক্রয়ের সময় পুলিশের হাতে আটক হয় কসাই আসাদুর(৩০)। এসময় মরা গরুর মাংশ জব্দ করে পুলিশ। জানা যায়, ইবি থানার অফিসার ইনচার্জ রতন শেখ হরিনারায়ণপুর পুলিশ ক্যাম্পের এস আই তাপস কুমার সহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন।
হরিনারায়ণপুর সদর ঘাট এলাকায় ২ কসাই মরা গরুর মাংশ বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ কেজি মরা গরুর মাংশ ও কুমারখালী উপজেলার ধল নগর গ্রামের শহীদুল শাহ্র ছেলে আসাদুর কে হাতেনাতে আটক করে। পরে জব্দকৃত মরা গরুর মাংশ মাটিতে পুতে দেওয়া হয়। অন্য সহযোগী কসাই আসাদুরের ব্যবসায়ী পার্টনার ধলনগর গ্রামের ভোলা শাহ্র ছেলে সাজ্জাদ(২৫) তাৎক্ষণিক পালিয়ে যায়।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, এই আসাদুর সাজ্জাদ কসাই সহ ৫-৭ জন কসাইয়ের একটি সিণ্ডিকেট রয়েছে তারা প্রায়ই হরিনারায়ণপুর বাজার, লক্ষীপুর বাস স্ট্যান্ড, ভাটার হাট ও মধুপুর বাস স্ট্যান্ডে অসুস্থ ও মরা গরুর মাংশ বিক্রয় করে বলে অভিযোগ রয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ইবি থানায় এদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিল।