পবিত্র মক্কা নগরীতে বাংলাদেশ হজ্জ মিশন আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা মাহবুবউল আলম হানিফ এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অর্থ প্রতিমন্ত্রী ড. আব্দুল মান্নান। উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা ওমর ফারুক, শহিদুল ইসলাম, রাশেদুল ইসলাম বিপ্লব, জাহিদ হোসেন, হজ্জ কনসুলেটর মাসুদুর রহমানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
এ সময় প্রধান অতিথি জননেতা মাহবুবউল আলম হানিফ এমপি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা হত্যা করতে চেয়েছিল ঘাতকেরা। এটি একটি পরকল্পিত হত্যাকান্ড। পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো ১৯৭৪ সালে জাতিসংঘে যোগ দিয়ে সাংবাদিকদের বলেছিলেন খুব সিঘ্রয় বাংলাদেশ বলে কিছু থাকবেনা ওটি পাকিস্তানের সাথে এক হয়ে যাবে। এই বক্তব্যের এক বছরের মাথায় বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকান্ড কি প্রমান করে? পরবর্তি সময়ে জিয়া, খালেদা জিয়া সরকার পাকিস্তানের আজ্ঞাবহ ছিল। রাজাকারদের মন্ত্রী করেছে আর মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে। বঙ্গবন্ধুর খুঁনিদের রাষ্ট্রদূত করে পুরস্কৃত করেছে।
সবশেষে জননেতা হানিফ এমপি বলেন, পবিত্র মক্কার এই মাটি থেকে আমরা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল সদস্যের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।