আশংকা জনক অবস্থায় হাসপাতালে ভর্তি, ধর্ষক লম্পট মান্নান পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার ভেড়ামারার ক্ষেমিড়দিয়াড় বিশ্বাসপাড়া এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে।
স্থানীয় ও এলাকাবাসী সূএে জানাযায়, বুধবার রাতে ক্ষেমিড়দিয়াড় বিশ্বাসপাড়া এলাকার অসহায় আব্দুর রশিদের স্কুলপড়ুয়া ১১ বছর বয়সী নাবালিকা মেয়ে (রত্না’কে) প্রলোভনের ফাঁদে ফেলে একই এলাকার ২ ছেলের বাপ লম্পট মান্নান জোরপূর্বক ধর্ষণ করে
পরে বাচ্চা মেয়েটির চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাকে উদ্ধার করে। আশংকাজনক অবস্থায় দেখে রাত আনুমানিক ১ টার দিকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করে
প্রাথমিক চিকিৎসা প্রদান করে।
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা: মিজানুর রহমানের সাথে মুঠো ফোনে কথা বললে তিনি এই প্রতিবেদক’কে জানান, বাচ্চা মেয়েটির আশংকা রয়েছে। তবে প্রাথমিক চিকিৎসা চলছে। এখন গভীর রাত, তাই পরামর্শ দিয়েছি সকালে কুষ্টিয়া সদরে নেওয়ার জন্য।
এদিকে ভেড়ামারা থানা পুলিশের বিশেষ অভিযানে লম্পট ধর্ষক মান্নানকে তাৎক্ষনিক পাকড়াও করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানাযায়।
তবে এলাকাবাসী দাবি তুলেছেন, মানুষ রুপি এই জানোয়ার লম্পট ধর্ষক মান্নানের কঠোর ও দৃষ্ট্যন্তমূলক বিচার চাই। যাতে করে সমাজে এধরনের জঘন্য ঘৃণিত কাজপূনরাই না ঘটে।