কুষ্টিয়ার ভেড়ামারায় এক ব্যবসায়ী কে গুরুত্বর জখম করে সন্ত্রাসীরা প্রায় ৬০ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়। সে ভেড়ামারা কলেজ বাজারে বিশিষ্ট কাঁচামালের আড়ৎদার সেলিম রেজা সেলিম (৩৪) পৌর এলাকা কলেজ পাড়া গ্রামের মৃত:খালেকের ছেলে।
জানাযায়, ভেড়ামারা কলেজ বাজারে বিশিষ্ট কাঁচামালের আড়ৎদার সেলিম রেজা সেলিম তার ব্যবহৃত মোটর সাইকেল নিয়ে শুক্রবার (৯ ফেব্রুয়ারী) বেলা আনুমানিক দেড়টার সময় শহরের বিদ্যুৎ অফিসের সামনে পৌছায়। সেখানে ওঁৎ পেতে বসে থাকা চিহিৃত কয়েকজন সন্ত্রাসী ,সেলিম কে পিছন থেকে রড দিয়ে মাথায় আঘাত হেনে রক্তাক্ত জখম করে । সে মাটিতে পরে গেলে তার কাছে থাকা প্রায় ৬০ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
পরে স্থানীয় লোকজন সেলিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্রে ভত্তি করে । এঘটনা উল্লেখ করে সেলিম বাদী হয়ে গতকার রাতে রাসেলসহ ৪জনকে আসামী করে ভেড়ামারা থানায় লেখিত এজাহার দায়ের করেছেন।
এ ব্যাপারে শনিবার সকালে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, লেখিত অভিযোগ পেয়েছি,তদন্ত করে মামলা রেকর্ড করা হবে।