কুষ্টিয়ার ভেড়ামারায় সোহেল রানা নামের এক কৃষকের পানের বরজে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে অর্ধলক্ষ্য টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের। ঘটনাটি ঘটে সোমবার রাত আনুমানিক সোয়া একটার দিকে ভেড়ামারা উপজেলার বাকাপুল এলাকার সন্নিকটে চকভেড়ামারা গ্রামে।
ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের চকভেড়ামারা গ্রামের আব্দুর রশিদের ছেলে সোহেল রানা দীর্ঘদিন ধরে সে পান চাষ করে আসছে। হঠাৎ করে ওই পানের বরজে একদল দুর্বৃত্ত অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। এতে পানের বরজটির আংশিক পুড়ে যায়।
পান বরজের মালিক সোহেল রানা বলেন,গতকাল রাত আনুমানিক সোয়া একটার দিকে পানের বরজে আগুন দেখতে পায়। আত্মচিৎকার দিলে এলাকাবাসি ঘুমথেকে জেগে উঠে সবাই পান বরজের আগুন নিভায়। পান বরজই ছিল পরিবারের একমাত্র সম্বল।মানুষ শত্রুতায় করে পান বরজে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।
এ ব্যাপারে ভেড়ামারা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে এস আই আবু তাহের গিয়ে পরিদর্শন করেছে। তবে লেখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।