কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নওশের আলী ওরফে নসা (৪৮) নামের এক জেলে নিখোঁজ হয়েছে। সে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর সোলেমান শাহ (রঃ) দরবার শরীফ নতুন পাড়া এলাকার মৃত আবুল ব্যাপারীর ছেলে।
খোঁজনিয়ে জানাযায়, প্রতিদিনের ন্যায় নওশের আলী ওরফে নসা সোলেমান শাহ (রঃ) দরবার শরীফের পার্শ্বে পদ্মা নদীতে ডোঙা নৌকা নিয়ে মাছ ধরতে যায়। মাছ ধরার জাল বিছানোর প্রাক্কালে নৌকা উল্টিয়ে পড়ে যায়। এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
মোকারিমপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করে জানান, আমি খবর পেয়ে আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে ভেড়ামারা ফায়ারসার্ভিসের ডুবুরী দল আব্দুর রাজ্জাক, সোহেল রানা ও রিপনকে ডেকে নিয়ে গিয়ে নিখোঁজ জেলেকে পানির মধ্যে খোজ করাচ্ছি। দুপুর পর্যন্ত তার কোন সন্ধ্যান মিলেনি।
ফায়ার সার্ভিসের ডুবুরী দলের আব্দুর রাজ্জাক দুপুর দুইটার সময় জানান, নিখোঁজ ব্যক্তির সন্ধ্যান পাওয়া যায়নি। পদ্মা নদীতে পানির স্রোত থাকায় এবং নিচে জঙ্গল থাকার দরুন পদ্মার তলদেশে খোঁজা সমস্যা হচ্ছে। তবে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।