কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সাতবাড়িযা মুচিপাড়া গ্রামে আবদুল গণি নামে এক কৃষকের ঘরকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ওই কৃষকের শোয়ার ঘরে ১টি গোখরা সাপের খলোস, ১৯টি গোখরা সাপোর বাচ্চা ও ১৯টি ডিম পাওয়া গেছে। এই ঘটনার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
আজ শনিবার দুপুরে ঘরের ভেতর থেকে বিষাক্ত ১টিসাপের খলোস উদ্ধার করে। পরে ঘরের মেঝে খুঁড়ে ১৯টি গোখরা সাপের বাচ্চা ও ১৯টি সাপের ডিমের খোসা উদ্ধার করে সাপুড়েরা।
সাতবাড়িয়া মুচিপাড়া গ্রামের আব্দুল গণি বলেন, আজ শনিবার সকাল ৯টার দিকে ঘরের চৌকির নিচে বড় একটি সাপের খলোস দেখতে পান। পরে সাপুড়েদের খবর দেয়া হয়।
পরে উপজেলার বার মাইল এলাকা থেকে ২জন সাপুড়ে ঘটনাস্হলে গিয়ে আব্দুল গণি বাড়ির শোয়ার ঘরের মেঝের মাটি খুঁড়ে ১৯টি গোখরা সাপের বাচ্চা ও ১৯টি সাপের ডিমের খোসা উদ্ধার করে। বড় দুটি সাপ খুঁজে পাওয়ার জন্য সাপুড়েরা বিভিন্ন জায়গায় খুড়তে দেখা যায়।
সাপুড়ে রবিউল ইসলাম খোকন বলেন, ‘পদ্ম গোখরা’ বা কিং কোবরা সাপ সাধারণত ঘরের মেঝেতে মাটির নিচে ডিম পাড়ে ও মা সাপটি আশেপাশে অবস্হান করে। সাপের বাচ্চা ও ডিমের খোসা ইতোমধ্যে উদ্ধার কারা হয়েছে। সবগুলো ডিম ও মা সাপটিকে আমরা খুজে বেড়াচ্ছি।
তবে খোঁড়াখুঁড়িতে বড় কোনো সাপ পাওয়া যায়নি। এ ঘটনার পর আতঙ্ক বিরাজ করছে স্হানীয়দের মধ্যে।