কুষ্টিয়ার ভেড়ামারা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা নাজমা খাতুন (তথ্য ও প্রযুক্তি শিক্ষিকা) গত ১৮ আগস্ট থাইল্যান্ড গিয়েছেন। সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধিনে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের আওতায় প্রতিষ্ঠিত আইসিটি লার্নিং সেন্টার সমুহের তথ্য ও প্রযুক্তি বিষয়ক শিক্ষক হিসেবে বৈদেশিক প্রশিক্ষণের লক্ষ্যে তিনি এ যাত্রা করেন।
শিক্ষিকা নাজমা খাতুন ২ সপ্তাহ থাইল্যান্ডে অবস্থান করবেন। এ সময় থাইল্যান্ডের ক্যাসেট সার্ট ইউনিভার্সিটিতে প্রশিক্ষণের পাশাপাশি কম্পিউটার ল্যাব, বিভিন্ন শিক্ষা প্রোগ্রাম, দর্শনীয় স্থান পরিদর্শন করবেন।
বিমান বাংলাদেশের একটি এয়ার বাসে তিনি গত ১৮ আগস্ট সকাল ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। প্রশিক্ষণ শেষে আগামি ১ সেপ্টেম্বর ব্যাংকক এয়ারপোর্ট থেকে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সে তিনি দেশে ফিরবেন।
এ ব্যাপারে শিক্ষিকা নাজমা খাতুন ভেড়ামারা পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুল জব্বারসহ সকল শিক্ষক-শিক্ষিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সেই সাথে দেশবাসির দো’আ প্রার্থনা করেছেন।
উল্লে¬খ্য, শিক্ষিকা নাজমা খাতুন প্রেসক্লাব ভেড়ামারার নির্বাহী সদস্য মাহবুব আফাজের সহধর্মিণী।