Sunday, April 2, 2023
প্রচ্ছদবাংলাদেশজাতীয়‘ভাব’ নিয়ে চললে চাকরি থাকবে না: ডিএমপি কমিশনার

‘ভাব’ নিয়ে চললে চাকরি থাকবে না: ডিএমপি কমিশনার

Published on

বাহিনীর সদস্যদের সাধারণ মানুষদের সঙ্গে আচরণের বিষয়ে সতর্ক করেছেন ঢাকার পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।

“কোনো পুলিশ সদস্য ভাব নিয়ে চললে চাকরি করতে পারবেন না, জনগণের সাথে মিশতে হবে, কাজ করতে হবে,” বলেছেন তিনি।

শনিবার ঢাকা রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ‘কমিউনিটি পুলিশিংডে’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।

এই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ছিলেন প্রধান অতিথি।

ডিএমপি কমিশনার নিজের বাহিনীর সদস্যদের সতর্ক করার পাশাপাশি শুধু সমালোচনা না করে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে নাগরিকদের প্রতি আহ্বান জানান।

“কোনো পুলিশ সদস্য স্থায়ীভাবে এক জায়গায় থাকবে না, বদলি হয়ে যাবেন। সেই পুলিশ সদস্যকে তথ্য দিয়ে বা সরাসরি সহযোগিতা করলে সমাজের স্থায়ী উপকার হবে। সহযোগিতা না পেলে সমাজের লোকজনই ক্ষতিগ্রস্ত হবে।”

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কমিউনিটি পুলিশিংয়ের গুরুত্ব তুলে ধরে এতে যুক্তদের জনগণের আস্থা বজায় রেখে কাজ করার পরামর্শ দেন।

তিনি বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করে যাচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা জঙ্গি-সন্ত্রাস নিয়ন্ত্রণ করতে পেরেছি। সেভাবে মাদকও নিয়ন্ত্রণ করতে পারব।

“একটি নির্দিষ্ট এলাকায় বিট পুলিশের দায়িত্বে থাকার কারণে মহল্লায় মহল্লায় সংশ্লিষ্ট সবার সাথে কথা বলে সরকার কী চায়, পুলিশ কী চায় সেটা যদি জানিয়ে দিতে পারে, তাহলে জঙ্গি সন্ত্রাস নির্মূলে কাজ হবে।”

সম্প্রতি ভোলার বোরহানউদ্দিনে ঘটে যাওয়ার ঘটনাটি তুলে ধরে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্যে বিভ্রান্ত না হয়ে সত্যতা যাচাই করা উচিৎ।

এক্ষেত্রে কমিউনিটি পুলিশের দায়িত্বের কথাও তুলে ধরেন মন্ত্রী।

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক নাগরিক সমাজের প্রতিনিধি অংশগ্রহণ করেন।

নাগরিকদের উদ্দেশ্যে কমিশনার বলেন, যাঁরা আমাদের সাথে কাজ করতে চান তারা এক পা এগিয়ে আসুন আমরা সবাই মিলে আপনার দিকে দশ কদম এগিয়ে যাবো । পুলিশের  সমস্ত ভালো কাজের সাথে থাকেন, ভালো উদ্যোগকে সমর্থন করেন এবং পুলিশের কোন বিচ্যুতি চোখে পড়লে আমাদের জানাবেন আমরা সংশোধনের চেষ্টা করবো এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিবো। এই শহর ও দেশটা আমাদের। আমরা দায়িত্ববোধ ও মানুষের সেবা করার মানসিকতা নিয়ে কাজ করতে এসেছি।

তিনি আরও বলেন, “এই মহানগরের প্রতিটি মানুষের যে সম্মান, শ্রদ্ধা ও সুন্দর আচরণ পাওয়ার কথা সেই আচরণটি যদি কোন পর্যায় থেকে না পান তাহলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাবেন।”

কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে আগতদের উদ্দেশ্যে সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) বলেন, মানুষকে যদি আমরা সাংস্কৃতিক কর্মকান্ডে খেলাধুলায় অন্তর্ভূক্ত না করতে পারি, আমাদের সন্তানদের মাঠে নিতে না পারি, তাদের সুকুমার বৃত্তিগুলো গড়ে উঠার সুযোগ করে না দিই, তাহলে আমাদের সন্তানদের সঠিক পথে রাখতে পারবো না।

ডিএমপি কমিশনার আরও বলেন, আপনি যদি নিজের নিরাপত্তা ও সন্তানের নিরাপত্তা চান এবং একটি বাসযোগ্য সমাজ  তৈরি করতে চান, তাহলে আপনি এককভাবে কখনও করতে পারবেন না। পুলিশও এককভাবে কখনও করতে পারবে না। নিজের সন্তানের নিরাপত্তার জন্য ও সন্তান যাতে একটি সুন্দর সমাজ ও পরিবেশে বসবাস করতে পারে সেটির জন্য পুলিশের সাথে মিলে কাজ করুন। সমাজের যে বিষয়গুলো আমরা ঘৃণা করি, সমাজের সবাই মিলে আসুন তাদের বিরুদ্ধে সচেষ্ট হয়ে প্রতিরোধ গড়ে তুলি।

মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের করাল গ্রাস থেকে সন্তানকে নিরাপদ রাখার প্রতি গুরুত্বারোপ করে ডিএমপি কমিশনার বলেন, আমার সন্তান আপনার সন্তান কেউই মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদসহ সমাজের নানাবিধ অপরাধজনক কাজের প্রভাব থেকে এককভাবে মুক্ত থাকতে পারবে না। যদি না আমরা সবাই মিলে এমন একটি সমাজ তৈরি করি যেখানে তার মেধা ও যোগ্যতা অনুযায়ী কর্মক্ষেত্র তৈরি হবে।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (এ এন্ড ও) ড. মোঃ মইনুর রহমান চৌধুরী বিপিএম (বার) বলেন, কমিউনিটি পুলিশিং একটি গ্লোবাল কনসেপ্ট। বিশ্বের প্রায় প্রতিটি দেশে কমিউনিটি পুলিশিং কার্যক্রম রয়েছে। তাবে বাংলাদেশের কমিউনিটি পুলিশিং কার্যক্রমটা একটু ভিন্ন। জনগণ ও পুলিশের একাত্মতায় সোনার বাংলাদেশ গড়তে সাহায্য করবে।  বর্তমানে বাংলাদেশ পুলিশের ২ লক্ষ ১২ হাজার সদস্য কর্মরত রয়েছে। জাতিসংঘের স্ট্যান্ডার্ড অনুযায়ী একটি দেশের ৪০০ জন জনগণের সেবাই একজন পুলিশ। সেখানে আমাদের দেশে প্রতি ৮০০ জনের সেবায় একজন পুলিশ কাজ করছে। এজন্য পুলিশি সেবায় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ অনুষ্ঠানে ঢাকা মহানগরে কমিউনিটি পুলিশিংয়ে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় কমিউনিটি পুলিশের সাথে যুক্ত আটজন সাধারণ নাগরিক এবং ১৬ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর পুলিশের সদর দপ্তর থেকে একটি শোভাযাত্রাও বের করে ডিএমপি।

সর্বশেষ

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়া সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার পর সংঘর্ষে জড়িয়ে অন্তত সাতজন...

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানি, বরখাস্ত প্রধান শিক্ষককে পুলিশে সোপর্দ

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির মামলায় বরখাস্ত প্রধান শিক্ষককে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)...

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে...

পাসপোর্ট সংশোধনে সরকারের নতুন নির্দেশনা

এনআইডির তথ্য অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যুর নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) দেওয়া তথ্য অনুযায়ী পাসপোর্ট...

আরও পড়ুন

পাসপোর্ট সংশোধনে সরকারের নতুন নির্দেশনা

এনআইডির তথ্য অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যুর নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) দেওয়া তথ্য অনুযায়ী পাসপোর্ট...

পদ্মা ও মেঘনা নদীর নামেই হচ্ছে দুই বিভাগ

অবশেষে দুই নদীর নামেই হচ্ছে নতুন দুটি প্রশাসনিক বিভাগ। এর মধ্যে বৃহত্তর ফরিদপুরের কয়েকটি...

সাহারা খাতুন আর নেই

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন মারা গেছেন (ইন্না লিল্লাহি...