মোঃ তামজীদুল হক ফাহিম, ইবি প্রতিনিধি:- স্নাতক শ্রেণিতে আসন্ন ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে নতুন রূপে সেজেছে ইসলামী বিশ্ববিদ্যালয়।
আজ বিকেলে সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে চারিদিকে চলছে ক্যাম্পাস পরিস্কার পরিচ্ছন্ন করার কর্মজজ্ঞ। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে নতুনভাবে রং করা হচ্ছে। মৃত্যুঞ্জয়ী মুজিবের সামনে আকর্ষণীয় আলপনা আঁকা ও স্বাগতম বার্তা লিখা হয়েছে। প্রধান ফটক সংলগ্ন রাস্তার পাশে ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের সামনে অভিভাবকদের বসার সুব্যবস্থা করা হয়েছে।
হল কর্তৃপক্ষের উদ্যোগে হলসমূহে পরিষ্কার পরিচ্ছন্নতা, ঘাস ও আগাছা কাটা, ফুলের গাছ লাগানো প্রভৃতি উদ্যোগ নেওয়া হয়েছে।
সৌন্দর্য বর্ধনের জন্য গাছের ডাল কাটা ও প্রতিটি গাছের গোড়ায় সাদা ও লাল রং করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে অবস্থিত একমাত্র লেকের আগাছা পরিষ্কার করা হয়েছে। রাতে ক্যাম্পাসে চলাচলে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য পর্যাপ্ত আলোর ব্যাবস্থা করা হয়েছে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে মহিলা হলসমূহ রাত আটটা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ইবিতে আগামী ৪ নভেম্বর থেকে স্নাতক (সম্মান) শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি পরীক্ষা শুরু হবে। ৬ নভেম্বর পর্যন্ত চার শিফটে ৪ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বছর চারটি ইউনিটের অধীনে ৩৪টি বিভাগে মোট দুই হাজার ৩০৫ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৬১ হাজার ৯৪২টি। প্রতি আসনের বিপরীতে লড়বেন ২৭ জন ভর্তিচ্ছু।