নোয়াখালীর সেনবাগে কেশারপাড় দক্ষিনপাড়া ক্লাবঘর নামক স্থানে গত রোববার রাত একটায় বিশ্বকাপের ব্রাজিল- সুইজারল্যান্ডের খেলা চলাকালে গোলদেয়াকে কেন্দ্রকরে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন যুবক গুরুতর আহত হয়েছে। আহত মোরশেদ আলম (৩০) বেলাল হোসেন (২৮) রুবেল (২৯) কে সেনবাগ সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাত তিনটার দিকে মোরশেদ আলম ও রুবেলের অবস্থার অবনতি হলে তাদের দুজনকে নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে স্থান্তার করা হয়েছে। এ ঘটনার জের ধরে উত্তেজিত জনতা স্থানীয় বেলালের দোকান ভাংচুর করেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ক্লাবঘরের টিভিতে খেলা শুরু হবার পর ব্রাজিল সমর্থক মোরশেদ ও বেলাল ঘোষনা দেয় ফেভারিট ব্রাজিল দলই আগে গোল দিবে। এমন সময় প্রতিপক্ষ সুইজারল্যান্ড সমর্থক রুবেল তাদের সাথে চ্যালেন্জ ছুড়ে দেন এবং তর্কে জড়িয়ে মোরশেদ ও বেলালকে রক্তাক্ত জখম করে।
পরে উত্তেজিত জনতার গনধোলাইয়ের শিকার হয়েছেন রুবেল। বর্তমানে ওই পাড়ায় দুপক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।