বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বিজিবি সদস্যরা ২৪ জনকে আটক করেছে।
আজ শুক্রবার ভোরে সীমান্তের পুটখালী গ্রাম থেকে তাদের আটক করা হয়। তাদের মধ্যে ৯ জন পুরুষ, ১০ জন নারী ও ৫ শিশু বলে জানা গেছে।
বিজিবি জানায়, গোপন খবরের ভিত্তিতে তাদের আটক করা হয়। পুটখালী গ্রামের উত্তর পাড়ার একটি বাড়িতে অবস্থান করছে তথ্য মিলেছিল। পরে বিজিবির একটি টহল দল সীমান্তের ১৬২ আর পিলারের পাশের একটি বাড়ি থেকে তাদের আটক করে।
আটকদের বাড়ি নড়াইল, ফরিদপুর, বাগেরহাট ও যশোর জেলার বিভিন্ন এলাকায়। তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।