বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে কুষ্টিয়া জেলা বিএনপি অফিসে ও সদর থানা বিএনপি অফিসে পালনের উদ্দেশ্যে কুষ্টিয়া প্রশাসনের কাছে বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন অনুমতি না পেয়ে তার নিজ বাস ভবনের বাইরে কর্মসূচী পালন করতে যেয়ে প্রশাসনের বাধার কারণে তার বাসার আঙ্গিনায় সংক্ষিপ্ত আকারে প্রতীকি অনশন পালন করেন।
অনুষ্ঠান চলাকালীন অধ্যক্ষ সোহরাব উদ্দিন তার বক্তব্যে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী করেন। সেই সাথে অসাংবিধানিকভাবে অন্য একটি মিথ্যা মামলায় নির্জন কারাগারে আদালত বসিয়ে বিচারের জোর প্রতিবাদ জানান এবং তার সুচিকিৎসার দাবী করেন। সেই সাথে কুষ্টিয়াতে বিনা কারণে নিরাপরাধ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে শারীরিকভাবে নির্যাতন করে। এই নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন। এসব হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবী করেন। সেই সাথে কুষ্টিয়ার পুলিশ প্রশাসন অসাংবিধানিকভাবে বহুদিন ধরে বিএনপির শান্তিপূর্ণ মিছিল মিটিং করতে বাধা দিচ্ছে তারও জোর প্রতিবাদ করেন। জনগণকে তাদের মৌলিক অধিকারসহ সকল নাগরিক অধিকার ফিরিয়ে দেয়ার জোর দাবী জানান।
এসময় বিএনপি ও তার অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তি