বৃহস্পতিবার সন্ধ্যার পর কুষ্টিয়া সদর থানা বিএনপির কার্যালয়ে সদর থানা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, কারামুক্ত এবং বেগম খালেদা জিয়া জেল থেকে বের হয়ে দেশ জাতির কল্যাণে কাজ করতে পারে সে উপলক্ষে মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, সদর থানা বিএনপির সভাপতি বশিরুল আলম চাঁদ, শহর বিএনপির সাধারণ সম্পাদক একে বিশ্বাস বাবুসহ বিএনপি ও তার অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
সংবাদ বিজ্ঞপ্তি