বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়ার দূর্নীতির মামলায় সাজার রায় ঘোষণার প্রতিবাদে শুক্রবার সারাদেশে বাদজুম্মা বিএনপির বিক্ষোভ সমাবেশের ঘোষনা থাকলেও কুষ্টিয়ায় কোন কর্মসূচী পালিত হয়নি।
সকাল থেকে বিএনপি’র বা অঙ্গসংগঠনের কোন নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি। শহরের এন,এস রোডে অবস্থিত জেলা বিএনপির কার্যালয় ছিল তালা বন্ধ।
দলীয় কার্যালয়ের সামনে সকাল থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে পুলিশি ধরপাকড়ের কারনে বিএনপির নেতা কর্মীরা রাজপথে থাকতে পারছে না বলে দাবি করছে দলের নেতারা।
জেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন জানান, অাইনশৃঙ্খলা বাহিনী বিএনপি নেতা কর্মীদের বাইরে বের হতে দিচ্ছে না। কোন কর্মসূচী পালন করতে দিচ্ছে না। তারপর ও সন্ধ্যা নাগাদ অামরা কর্মসূচী পালন করবো।
অন্যদিকে রায়কে ঘিরে সব ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে কুষ্টিয়া জেলাজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। জোরদার করা হয়েছে পুলিশী টহল।এদিকে রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৪ জনকে অাটক করেছে পুলিশ।
এছাড়া পুলিশের পাশাপাশি আওয়ামীলীগ, যুবলীগ,জেলা তাঁতীলীগের আহবায়ক কমিটির নেতৃবৃন্দ ও ছাত্রলীগ নেতাকর্মীদের দখলে ছিল কুষ্টিয়ার রাজপথ। সকাল থেকে শহরের বঙ্গবন্ধু সুপার মার্কেটে অবস্থিত জেলা অাওয়ামলীগ কার্যালয়ের সামনে অাওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা অবস্থান নেয়।
জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম জানান, বিএনপির নাশকতা রোধে কুষ্টিয়ায় অাওয়ামীলীগের নেতা কর্মীরা রাজপথে রয়েছে। বিএনপির যেকোন নাশকতা ঠেকাতে অামরাও প্রস্তুত।
কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এসএম মেহেদী হাসান জানান, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত বিভিন্ন মামলার জেলার ১৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।