মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের চরগোয়াল গ্রামে বিয়ের দাবীতে লাবনী আক্তার (৩০) নামের এক গৃহবধূ তার পরকীয়া প্রেমিকের বাড়িতে অনশন করেছে। অনশনকারী ২ সন্তানের জননী লাবনী চরগোয়াল গ্রামের আদম আলীর স্ত্রী।
সোমবার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত লাবনী তার পরকীয়া প্রেমিক একই গ্রামের জিনারুল ইসলামের বাড়ির গেটে অনশন করেছেন। ২ সন্তানের জনক প্রেমিক জিনারুল (৪০) চরগোয়াল গ্রামের আবুল সদ্দারের ছেলে। এলাকাবাসি সূত্রে জানা যায়,লাবনী খাতুন দীর্ঘদিন ধরে জিনারুল ইসলামের সাথে প্রেমজ সম্পর্ক চালিয়ে আসছিল।
তাদের প্রেমের বিষয়টি এক সময় পাড়া-প্রতিবেশীদেও মধ্যে কানাঘেষা চলছিল। এমতাবস্থায় গত ২ মাস আগে প্রেমের মূল্য দিতে জিনারুল লাবনীকে নিয়ে অন্যত্রে চলে গিয়েছিলেন। পরে দু’পক্ষের লোকজন বিষয়টি সমঝোতা করার লক্ষ্যে মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ-এর দারস্থ হয়। চেয়ারম্যান সোহেল আহমেদ বিষয়টি মিমাংসার লক্ষ্যে প্রেমিক জুটি জিনারুল ও লাবনীকে গ্রামে হাজির করার ব্যাপারে তাগিদ দেন। সে মোতাবেক দু’পরিবারের লোকজন তাদের হাজির করে। সে সময় তাদের লাবনীকে তার স্বামীর হাতে তুলে দেয়া হয়।
লাবনী স্বামীর সংসার করলেও জিনারুলের সাথে তার ভালোবাসার কোমতি ছিলোনা। ভালোবাসার দাবী নিয়ে জিনারুল গত ৩দিন আগে লাবনীকে নিয়ে আবারো অজানার পথে পাড়ি জমান। জিনারুল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাবনীকে নিয়ে এলাকা ছেড়ে চলে গেলেও কৌশলে তাকে ফেলে বাড়ি চলে আসেন।
লাবনীও জিনারুলের সাথে বিয়ের দাবী নিয়ে গতকাল সোমবার তার বাড়ির সামনে হাজির হন। লাবনীর অবস্থানের বিষয়টি টের পেয়ে জিনারুল বাড়ি থেকে পালিয়ে যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাবনী জিনারুলের বাড়ির গেটে সামনে অনশন করছিলেন।