বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচে ক্রোয়েশিয়া ও ফ্রান্স সমর্থকদের মধ্যে ফাইনাল ম্যাচ দেখার সময় সৃষ্ট উত্তেজনার জের ধরে দু পক্ষের মধ্যে সংঘর্ষে মহিলাসহ ৮ জন আহত হয়েছে।
কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের পরাণখালী গ্রামের কারিগর পাড়া আমার মোড়ে গত সোমবার রাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিশ্বকাপ খেলা দেখা দল সমর্থন করা কে কেন্দ্র করে ওই এলাকার শাহীন, শাজুলের সাথে একই এলাকার ওমর ফারুক মেম্বরের সোমবার সন্ধ্যায় কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে সাজুল, ফাহিন, শাহিন, সুইট ও সানির নেতৃত্বে ১০/১২ জন প্রতিপক্ষ ওমর ওরফে ওম্বরের লোকজনের উপর চড়াও হয়।
এ সময় মেম্বরের লোকজনও চড়াও হলে দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। এতে মহিলাসহ উভয় পক্ষের ৮ জন আহত হয়। আহতদের মধ্যে সৈয়দ আলীর ছেলে ওমর আলী (৫০), ওমর আলীর ছেলে ওয়াসিম আলী, আসিফ মহলদারের ছেলে আবুবক্কর, আবুবক্কর এর কন্যা আসমা, ইন্তাজ কারিগরের পুত্র সাজুল, সাজুলের পুত্র ফাহিনসহ প্রত্যেকে মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আহত হওয়ায় তাদের ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।