চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদায় চোরাচালান বিরোধী পৃথক অভিযান চালিয়ে ভারতীয় গরু, শাড়ী, থ্রিপিচ ও স্যান্ডেল উদ্ধার করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার পৃথক অভিযান চালিয়ে এ সকল চোরাচালানি উদ্ধার করা হয়।
জানা যায়, বৃহস্পতিবার ভোর আনুমানিক ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. শাহ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার ঠাকুরপুর গ্রামের মাঠ থেকে ২টি ভারতীয় গরু উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ১০ হাজার টাকা।
এদিকে, একইদিন সকাল আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার মো. শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর পাঁকা রাস্তার উপর হতে ১৩টি ভারতীয় উন্নত মানের শাড়ী, ১৬টি থ্রিপিচ এবং ২৫ জোড়া স্যান্ডেল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২ লাখ ৭৫ হাজার টাকা।
উদ্ধারকৃত ১টি গরু, ১৩টি শাড়ী, ১৬টি থ্রিপিচ এবং ২৫ জোড়া স্যান্ডেলের সর্বমোট মূল্য ৩ লাখ ৩৫ হাজার টাকা। উদ্ধারকৃত গরু এবং অন্যান্য মালামাল কাষ্টমস অফিসে জমা করা হয়েছে।