বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, বেগম খালেদা জিয়া একজন দন্ডিত কয়েদী এবং কারা বিধি অনুযায়ী তার সর্বচ্চ চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। তারপরও বিএনপি নেত্রীর অসুস্থ্যতা নিয়ে রাজনীতি করার নোংরা মানসিকাতকে ধিক্কার জানাই। আজ বিকেলে কুষ্টিয়া বটতৈল বাইপাস মোড়ে ‘ জমি আছে ঘর নেই এমন অসহায়দের মাঝে ঘরের চাবি বিতরণের পুর্বে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
যুক্ত ফ্রন্ট ও গণফোরামের ৫ দফা ও ৯টি লক্ষ্য সম্পর্কে অপর এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে যারা জনবিচ্ছিন্ন। নির্বাচন আসলে তারা নানা সুযোগের সন্ধানে থাকেন। তিনি বলেন, আগামী নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে। সংবিধানের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন, পুলিশ সুপার এস এম তানভির আরাফাত, আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়েদ হোসেন চৌধুরীসহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২- এর আওতায়‘ জমি আছে ঘর নেই জমির উপর নিজ গৃহ নির্মাণ, প্রকল্পের আওতায় কুষ্টিয়া এলাকায় ১ হাজার ৩শ ৫০ জনের মধ্যে প্রথম পর্যায়ে ৫০ জনের ঘরের চাবি হস্তান্তর করা হয়।