তথ্যমন্ত্রী, জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, কোন রাজনৈতিক দলের অপরাধী যদি কারাগারে যায় তা হলে সেই দল গণতন্ত্রের জন্য নিষিদ্ধ নয়। বিএনপি যদি আইনের শাসন বিশ্বাস করতো তা হলে যেই মুহুর্তে খালেদা জিয়া সাজা পেয়েছেন সেই মুহুর্তে তার চেয়ারপার্সনের পদটা বাতিল করতে পারতেন, তারেক রহমানের পদ বাতিল করতেন। বিএনপি অপরাধীদের হালাল করার রাজনীতি করে।
আজ শনিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার ভেড়ামারা কলেজে টি টুয়েন্টি ক্রীকেট টুর্নামেন্টের উদ্ধোধনী অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন ভেড়ামারা পৌরসভার মেয়র শামিমুল ইসলাম ছানাসহ কলেজের শিক্ষক, শিক্ষিকাসহ সুধী জন উপস্থিত ছিলেন।