কুষ্টিয়ায় কোন কাজী বাল্য বিয়ে পড়ালে বর-কনে মাফ পেলেও কাজী জেলে যেতে হবে বলে হুশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক মো. আসলাম হোসেন। গতকাল বুধবার এনএস রোডে অবস্থিত জেলা রেজিষ্ট্রারের কার্যালয়ে কাজীদের সাথে এক কর্মশালয় তিনি এমন হুশিয়ারি দেন।
কোন কাজী জেনে শুনে বাল্য বিয়ে পড়ালে তাকে জেল খাটতে হবে। এক্ষেত্রে কোন ছাড় দেয়া হবে না। বরং বাল্য বিয়ে না পড়িয়ে জেলা প্রশাসনসহ স্থানীয় দায়িত্বশীলদের বিষয়টি অবহিত করার নির্দেশ দেয়া হয়েছে। জানা গেছে, নানা প্রচেষ্টার পর কাজীদের কারনে জেলায় বাল্য বিয়ে রোধ করা সম্ভব হচ্ছে না। তাই এবার কাজীদের কঠোর আইনের আওতায় নিয়ে আসার পরিকল্পনা করেছে জেলা প্রশাসন। এরই উদ্যোগ হিসেবে গতকাল জেলার কাজীদের নিয়ে এক কর্মশালায় অনুষ্ঠিত রেজিষ্টার অফিসে। সেখানে কাজীদের সাথে বাল্য বিয়ের ব্যাপারে আলোচনায় বসেন জেলা প্রশাসক মো. আসলাম হোসেন।
জেলা প্রশাসক মো. আসলাম হোসেন হুশিয়ারি দিয়ে বলেন,‘ কোনভাবেই বাল্য বিয়ে পড়ানো যাবে না। বিয়ে পড়ালে বর-কনে মাফ পেলেও কাজী মাফ পাবেন না। তিনি আগে জেলে যাবেন। তারপর অন্যরা যাবেন। সরকারি আইন অমান্য করার কোন সুযোগ নেই। কাজীদের কারনেই বাল্য বিয়ে রোধ করা সম্ভব হচ্ছে না। এ কারনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ সময় কাজীরাও বাল্য বিয়ে না পড়ানোর ব্যাপারে ওয়াদা করেন। ্সভায় জেলা রেজিষ্ট্রার মনিরুল হক ছাড়াও কাজী সমিতির নেতারাসহ ৪০ জন কাজী উপস্থিত ছিলেন।