কুষ্টিয়া প্রাইম ল্যাবরেটরী স্কুলে রোববার বিকেলে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার নতুন কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বন্তব্য রাখেন,এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালক রাসেল আহমেদ, আলিফ আর্ট স্কুল ও গ্রীন লীফ ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি নুর আলম ইউনুস,আলাউদ্দিন আহম্মেদ ক্যাডেট একাডেমীর পরিচালক সুনীল কুমার পাল, অরুনোদয় কিন্ডারগার্টেনের পরিচালক ফরিদা বানু, কুষ্টিয়া পল্লী উন্নয়ন সংস্থার নিবাহী পরিচালক মোঃ এনামুল হক প্রমুখ।
আলোচনা শেষে সেলিমা খাতুনকে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ও মোঃ আতিকুল গনিকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, মৃনাল কান্তি সাহা ও সহ-সভাপতি শাহ নেওয়াজ আলী। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক মো: সালাউদ্দিন মুকুল, সহকারী সাধারণ সম্পাদক মো: জালাল খান, সাংগঠনিক সম্পাদক মো: নাজমুল ইসলাম নাসিম,কোষাধ্যক্ষ মোছাঃ ইয়াসমিন আরা, শিক্ষা সম্পাদক ও পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ, প্রচার-সম্পাদক সোহেলী পারভীন, মহিলা সম্পাদিকা মোছাঃ রুবিনা পারভীন, সাহিত্য সাংস্কৃতিক সম্পদক মো: ইবাদত হোসেন মিলন, ক্রীড়া সম্পাদক মো: আমজাদ হোসেন, ধর্মীয় সম্পাদক: মো: ইউসুফ আলী। এছাড়া নির্বাহী সদস্য মো: রুহুল আমিন ও নির্বাহী সদস্য মো: লিটন হোসেন, মীর রেজা আলী।