বাংলাদেশ অাওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও কুষ্টিয়া সদর ৩ আসনের এমপি মাহবুব উল অালম হানিফ ও উপদেষ্টা পরিষদের সদস্য রাশিদুল অালম অানিস এর বড় বোন অাশরাফুন অালেয়া (৭৮) গতকাল রবিবার (২৩ জুন,২০১৯ ইং) বেলা ১১ টার সময় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
অাশরাফুন অালেয়া কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মরহুম অালহাজ্ব অাফসার অালীর বড় মেয়ে এবং বাংলাদেশ রেলওয়ের সাবেক কর্মকর্তা মরহুম নুরুল ইসলামের স্ত্রী। মরহুমা তাঁর দুই ছেলে, তিন মেয়েসহ অাত্মীয়-স্বজন, অসংখ্য গুণগ্রাহী ও বহু শুভাকাংখী রেখে গেছেন।
গতকাল রবিবার দুপুর ৩ টায় রাজধানীর জাপান গার্ডেন সিটিতে মরহুমার প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় পরিবারের সদস্যরা ছাড়াও অাত্মীয়-স্বজন, প্রতিবেশী ওসাধারন জনগণ অংশগ্রহণ করেন । উক্ত জানাজায় মরহুমার অাত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
গতকাল রাতে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার নওদাপাড়ায় দ্বিতীয় জানাযার নামাজ শেষে মরহুমাকে স্থানীয় চাঁদগ্রাম কবরস্তানে দাফন করা হয় বলে পারিবারিক সূত্রে জানাগেছে।