‘কখনোই ফিফা বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে না পারা সত্ত্বেও বিশ্বকাপ জ্বরে কাঁপছে বাংলাদেশ…’ এমন এক বাক্যের সঙ্গে ঢাকার ফুটবল উন্মাদনার চারটি ছবি পোস্ট হয়েছে ফেসবুকে। সামাজিক যোগাযোগমাধ্যম ভোরে এ পোস্ট করেছে ‘ফিফা ওয়ার্ল্ড কাপ’ নামক পেজটি। ফিফার বিশ্বকাপ-সংক্রান্ত পোস্ট এই অফিশিয়াল ফেসবুক পেজ থেকেই দেওয়া হয়।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা পুরো বিশ্বকে দেখিয়ে দিতে চাচ্ছে বাংলাদেশের ফুটবল উন্মাদনার গল্প। চারটি ছবির মধ্যে তিনটি ঢাকার পুরান ঢাকার গোল ফেস্টের ও একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বড় পর্দায় খেলা দেখার।
বিশ্বকাপ শুরু হলেই বাংলাদেশের মানুষের ফুটবল উন্মাদনা যে কোনো কিছুকেই ছাড়িয়ে যায়। আন্তর্জাতিক গণমাধ্যমের মাধ্যমে যা এখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। কিছুদিন আগে বিশ্ব ফুটবলের সেরা তারকা লিওনেল মেসির অফিশিয়াল পেজেও বাংলাদেশের মানুষের উন্মাদনা ফুটে উঠেছিল।