মোঃ তামজীদুল হক ফাহিম, ইবি প্রতিনিধি:- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক ফাতেমা-তুজ-জিনিয়াকে নিয়মবহির্ভূতভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ও হয়রানি করায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টাস ইউনিটি (ইবিরিই)।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বেলা দেড়টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের অভ্যন্তরে মৃত্যুঞ্জয়ী মুজিবের পাদদেশে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়।
বাংলাদেশ ক্যাম্পাস জার্নালিস্ট ফেডারেশনের আহবানে সাড়া দিয়ে আয়োজিত এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ইবিরিই’র সাংবাদিকরা বক্তব্য প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন ইবিরিই’র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এম এইচ কবীর, দপ্তর সম্পাদক মুর্তজা নাহিদ, প্রচার সম্পাদক প্রিতম মজুমদার, কার্যকরী সদস্য তামজীদুল হক ফাহিম, তারিক সাইমুম, মুস্তাফিজ আদনান, মুস্তাফিজ রাকিব সহ অন্যান্যরা।
ইবিরিই’র সাংগঠনিক সম্পাদক এম এইচ কবীর বলেন, সংবাদমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, সুনির্দিষ্ট কারণ ব্যতীত উপাচার্য খন্দকার নাসিরুদ্দিন জিনিয়াকে উদ্দেশ্যেপ্রণোদিত বহিষ্কার করছে। তিনি নিজের অপকর্ম ঢাকতে সংবাদপত্রে স্বাধীনতা চেপে ধরতে জিনিয়াকে হয়রানি করেছেন। ক্যাম্পাস সাংবাদিকতায় বাঁধা দেয়ার অধিকার কারো নেই। দেশের সকল বিশ্ববিদ্যালয়ে একযোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি দেয়ার জন্য তিনি বাংলাদেশ ক্যাম্পাস জার্নালিস্টস ফেডারেশন এর নেতৃবৃন্দদের ধন্যবাদ জানান।
দপ্তর সম্পাদক মুরতুজা হাসান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪৮, ১৯৫২ এবং ১৯৭১ এর স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে মানুষের বাক স্বাধীনতার জন্য আজীবন সংগ্রাম করে গিয়েছেন। বাক স্বাধীনতার সংগ্রামে আমরা সারা বাংলাদেশের সাংবাদিক সমাজ আজ ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ দূর্গ গড়ে তুলেছি।
বশেমুরবিপ্রবি’র সাংবাদিক ফাতেমা তুজ জিনিয়া ও শামস জেবিনসহ অন্য সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির বিচার অতি দ্রুত সময়ের মধ্যে কার্যকর করার পাশাপাশি সাংবাদিক হয়রানি ঘটনায় জড়িত প্রশাসনের কর্তাব্যক্তিদের শাস্তি নিশ্চিত করণের জোর দাবী জানাচ্ছি।
ইবিরিই’র কার্যকরী সদস্য মোঃ তামজীদুল হক ফাহিম বলেন, বশেমুরপ্রবি সাংবাদিক জিনিয়াকে বহিস্কার বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্বেচ্ছাচারিতার চরম বহিঃপ্রকাশ। বিশ্ববিদ্যালয়ের কোনো সাংবাদিককে তুই তোকারি করা ও তার বাবাকে ছোট করে কথা বলা কখনই একজন উপাচার্যের কাজ নয়। ইবিরিই স্বাধীন সাংবাদিকতার প্রতি এহেন হস্তক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। অনতিবিলম্বে তদন্দ সাপেক্ষে এর বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।
প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর ডেইলি সানের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জিনিয়াকে ফেসবুকে এক স্টাটাস দেয়ার জের ধরে বহিস্কার করে বশেমুরপ্রবি কর্তৃপক্ষ। এ ঘটনায় দেশব্যাপী চরম নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে।