মাসাধিককাল আগে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলার বিজিবি সেক্টর ২ নং গেটের বিপরীতে সামান্য ভাঙ্গনের সৃষ্টি হয়। কুষ্টিয়া সড়ক বিভাগের গাফিলতিতে ছোট ভাঙ্গন দিনদিনে বড় ভাঙ্গনে রুপ নিয়েছে।
পাশাপাশি ভাঙ্গন এলাকার নীচে গভীর সুড়ঙ্গের সৃষ্টি হয়েছে। সড়কের ভাঙ্গন কবলিত স্থানদিয়ে প্রতিদিন কয়েক হাজার যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। যে কোন সময় ভাঙ্গন এলাকার গর্তে যানবাহন দুর্ঘটনায় পতিত হয়ে আহত নিহতের ঘটনা ঘটার সমুহ সম্ভাবনা দেখা দিয়েছে।
পাশাপাশি এখনই উল্লেখিত সড়কের ভাঙ্গা স্থানটুকু মেরামত করার ব্যবস্থা গ্রহন করা না হলে যে কোন সময় কুষ্টিয়া-মেহেরপুর সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে।
এ বিষয়ে গত ৩ দিন আগে কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী পরিচালক রফিকুল ইসলামে সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ব্যবস্থা নেয়ার কথা বলেন।