কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মুঞ্জিগঞ্জ প্রকট নগর গ্রামের মৃত রেজাউল মন্ডলের ছেলে মুকাদ্দেস মাদক বিরোধী অভিযানে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে ২৯/৫/১৮ তারিখে নিহত হয়।
পরিবারের দাবি বন্দুক যুদ্ধে নিহত মুকাদ্দেসের রেখে যাওয়া নগদ অর্থ ও তার ব্যবহার করা প্রাইভেট গাড়ী আত্বসাত করেছে তার ড্রাইভার আদাবাড়ীয়া ইউনিয়নের মসাউড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে দিপ্ত ।
মুকাদ্দেসের মা দাবি করেন আমার ছেলের রেখে যাওয়া বেশ কিছু নগদ অর্থ ও তার নিজের ব্যবহার করা প্রাইভেট গাড়ী আত্বসাত করেছে তার ড্রাইভার দিপ্ত, কারন আমার ছেলে সব কাজ করতো দিপ্ত, তিনি জানান এখন দিপ্ত প্রাণ নাশের হুমকি দিয়ে বলছে আমাকে অর্থ ও গাড়ী আমার আমি ছিলাম সব কিছুর মালিক, তাহলে এলাকাবাসীর দাবী গড ফাদার দিপ্তকে আইনের আওতায় এনে বিচার করা হউক।মুকাদ্দেসের রেখে যাওয়া দুটি সন্তান আছে যারা খুব ছোট, তাদের আর দেখার কেউ নাই।
এ বিষয়ে উক্ত ওয়ার্ডের মোম্বার আলাউদ্দিন জানান, মুকাদ্দেসের প্রাইভেট গাড়ী ছিল, দিপ্ত ছিল ড্রাইভার এবং দিপ্ত তার ব্যবসা দেখাশোনা করতো, সে মাদক ব্যবসার সাথে জড়িত তার বিচার হওয়া দরকার। দিপ্ত মুকাদ্দেসের খুব বিশ্বস্ত ছিল সেই সুযোগ নিয়ে তার নগদ অর্থ ও গাড়ী টি আত্মসত করছে।
এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে দৌলতপুর থানায় একটি অভিযোগ হয়েছে। অভিযোগ তদন্ত কারী কর্মকর্তা এ এস আই সাহেব আলী জানান এ বিষয়ে একটি অভিযোগ আছে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।