দেশে ও বিদেশে দর্শক জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন নিউজ-২৪ এর ৩য় বর্ষ পদার্পনে কুষ্টিয়ায় বণার্ঢ্য আয়োজন র্যালী ও কেক কাটার মধ্যদিয়ে বর্ষপুর্তি পালিত হয়েছে। সকালে বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য কুষ্টিয়ার উন্নয়নের রূপকার জননেতা মাহবুব-উল আলম হানিফ এমপি বিশাল আকৃতির একটি কেক কাটার মধ্যদিয়ে নিউজ-২৪ এর ৩য় বর্ষ পদার্পনে শুভ সূচনা করেন।
নিউজ-২৪ এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি জামিল হাসান খান খোকনের সভাপতিত্বে এসময় অতিথি ছিলেন কুষ্টিয়ার সুযোগ্য পুলিশ সুপার এস এম মেহেদী হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া ও কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি) সভাপতি কবি রাশেদুল ইসলাম বিপ্লব, বিএফইউজে কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও টিভি জার্নালিষ্ট সাধারণ সম্পাদক এস এম রাশেদ, কিডস্ টিভি জেলা প্রতিনিধি ও ফটো জার্নালিষ্ট সাধারণ সম্পাদক সাংবাদিক তৌফিক তপন, ফটো সাংবাদিক মাহমুদুল হক বাদল, সাংবাদিক ইমরান হাসান পাপ্পু, টিভি ক্যামেরা পার্সন সভাপতি নিয়ামুল ও সাধারণ সম্পাদক সারফু প্রমুখ সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথি নিউজ-২৪ এর ৩য় বর্ষ পদার্পনের শুভক্ষণে পরিবারের সকলকে শুভেচ্ছা জানিয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় নিউজ-২৪ চ্যানেলটি বড়ভুমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। তিনি সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।