১০ জানুয়ারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কুষ্টিয়া শহরের বঙ্গবন্ধু সুপার মার্কেটের ৪র্থ তলায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি, খোকসা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক খন্দকার ইকবাল মাহাম্মুদ, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম মানিক, প্রচার সম্পাদক হাসানুল আসকার হাসু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আ স ম আক্তারুজ্জামান মাসুম, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জেব-উন-নিসা সবুজ, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বিশ্বাস, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক মীর সওকত আলী বকুল, উপ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ, সদস্য গোলাম মো¯Íফা, নাসির উদ্দিন আহামেদ, হাবিবুর রহমান পুলক, জেলা ছাত্রলীগের সভাপতি তুষার, সাধারণ সম্পাদক সাদ আহামেদ, জেলা শ্রমিকলীগের যুগ্ম-সম্পাদক আইযুব হোসেন, জেলা তাঁতিলীগের যুগ্ম-আহবায়ক হাজী হারুন আর রশীদ প্রমুখ।
বক্তারা বলেন, ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পাকি¯Íানের বন্দীদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এদিন বেলা ১টা ৪১ মিনিটে জাতির অবিসংবাদিত নেতা ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। এ সময় আওয়ামী অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।