এম এস মাহমুদ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহঃস্পতিবার ( ১৯ সেপ্টেম্ব) তাড়াশ উপজেলার রেনেসাঁ মাল্টিমিডিয়া স্কুল চত্তরে উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খানের সভাপতিত্বে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে মেধা বৃত্তি প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরুণ করবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। তাই আমদের এই দেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে।
এ সময় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামীয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম,তাড়াশ বিআরডিবি’র চেয়ারম্যান আরিফুল ইসলাম,যুবলীগ নেতা কামাল হোসেন প্রমুখ।
এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সরকারী আযিযুল হক কলেজের সমাজ কর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শহিদুল হক বকুল।
Discussion about this post