জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবিতে মানববন্ধন করেছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রনালয় বরাবর স্মারকলিপি প্রদান করে তারা।
রোববার বেলা সাড়ে ১১ টায় ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’র পাদদেশে এ কর্মসূচি পালন করা হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, সহকারী প্রক্টর ড. সাজ্জাদ হোসেন, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আলীমুজ্জামান টুটুল, ইবি থানার ওসি রতন শেখ প্রমূখ।
এসময় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন আলমগীর হোসেন আলো, তৌকির মাহফুজ মাসুদ, রিজভী আহমেদ পাপন, ফয়সাল সিদ্দিকী আরাফাত প্রমুখ।