ফেসবুকে উস্কানিমূলক সরকার বিরোধী এবং মন্ত্রীদের নিয়ে অশ্লীল ও আপত্তিকর মন্তব্য পোষ্ট করার অপরাধে কুষ্টিয়ার দৌলতপুরে আহ্বান আলী (৩৫) নামে এক জামায়াত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাত ২টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি বাজারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে একই এলাকার আব্দুর রহমান সরকারের ছেলে।
পুলিশ জানায়, আহ্বান আলী নিজ নামের ফেসবুক আইডিতে উস্কানিমূলক, সরকার বিরোধী ও মন্ত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য পোষ্ট করার অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
জামায়াত কর্মী আহ্বান আলী গ্রেপ্তার হওয়ার বিষয়ে দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, নিজ নামীয় ফেসবুক আইডতে উস্কানিমূলক সরকার বিরোধী মন্তব্য করার অপরাধে অহ্বান আলীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের হয়েছে।