কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায়–
ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন কুষ্টিয়া শহর আওয়ামী লীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। আতাউর রহমান আতা শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় হাজারো নেতা-কর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।
১২ নভেম্বর মঙ্গলবার কুষ্টিয়া ইসলামিয়া কলেজ মাঠে শহর আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। সম্মেলন শেষ হবার সাথে সাথে শতশত নেতা-কর্মী আতাউর রহমান আতাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সেই থেকে গতকাল বুধবার রাত পর্যন্ত হাজারো নেতা-কর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতার পক্ষ থেকে সকলকে মিষ্টি মুখ করানো হয়।
আতাউর রহমান আতা সকলকে দেশ ও জাতির কল্যাণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুঁকে ধারণ করে কাজ করার আহবান জানান। সেই সাথে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহবান জানান।