সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া পালপাড়া গ্রামে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা মোছাঃ সোনিয়া খাতুন(২০) অনশন করছে।
স্থানীয় সুত্রে জানা যায় রায়গঞ্জ পৌরসভার পূর্ব লক্ষিকোলা গ্রামের মৃত আবু বক্কার ছিদ্দিকের মেয়ে প্রবাসী মোত্তাকীনের স্ত্রী মোছাঃ সোনিয়া খাতুন এর সাথে একই মহল্লার মোঃ আবু বাছারের পুত্র মোঃ সাদ্দাম হোসেন(২৬) এর সাথে দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
এক পর্যায়ে সোনিয়া খাতুন প্রেমিক সাদ্দামের সাথে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করলে বিষয়টি এলাকার সাধারণ মানুষের মাঝে জানাজানি হয়। তখন তার শশুর বাড়ির লোকজন ঘটনাটি জানতে পারে। সোনিয়ার স্বামী সোনিয়াকে ডিফোর্স দেয়।
রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮ টার সময় সোনিয়া তার প্রেমিক সাদ্দামের বাড়িতে বিয়ের দাবীতে অনশন করছে। বিষয়টি এলাকার সাধারণ মানুষের মাঝে কৌতুহলের সৃষ্টি হয়েছে।
Discussion about this post