সোমবার কুষ্টিয়ার মিরপুর উপজেলার মিটন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, ঝরে পড়া রোধ, শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ ও প্রাথমিক শিক্ষায় সাংস্কৃতিক চর্চার বিকাশ ঘটানোর লক্ষ্যে মিটন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ১১ ঘটিকায় মা সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মিরপুর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মা সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলাম। সহকারী উপজেলা শিক্ষা অফিসার এএসএম কামরুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আলাউদ্দিন, মো: জহুরুল হক, মোছা: সেলিনা খাতুন, মোঃ রবিউল ইসলাম, অ্যাডভোকেট আফরোজা স্মৃতি, প্রধান শিক্ষক মোঃ আব্দুল হান্নান প্রমূখ।
অতিথিবৃন্দ মায়েদের উদ্দেশ্যে শিশু শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এরপর শিক্ষার্থীদের কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ শিক্ষার্থীদের ও তাদের মায়েদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
মা সমাবেশ শেষে প্রাথমিক শিক্ষায় সাংস্কৃতিক চর্চার বিকাশ সাধনের লক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অনুরাগ লালন একাডেমির শিল্পীসহ কয়েকজন শিল্পী সংগীত পরিবেশন করেন। সংগীত পরিবেশনকারী শিল্পীদের মধ্যে রয়েছেন ভাব সঙ্গীতে জাতীয় পর্যায়ে স্বর্ণপদক প্রাপ্ত সানজিদা আরবী আলফী, কুমারখালীর ভাড়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কুষ্টিয়া জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা বেতার শিল্পী শাপলা আক্তার, লিটন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বেতার শিল্পী আব্দুল হান্নান, অনুরাগ লালন একাডেমির শিল্পী অর্পা খন্দকার ,তৃষ্ণা ,পরিমল পোর্দ্দার ও মিরপুর উপজেলার কচুয়াদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা যূথী প্রমূখ।
উপজেলা শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলাম জানান, মিরপুর উপজেলার প্রতিটি বিদ্যালয়ে এখন থেকে মা সমাবেশের সাথে সাথে শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চার বিকাশ সাধনের লক্ষ্যে ও বিনোদনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এজন্য তিনি মিরপুর উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।