প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে সোমবার সন্ধ্যায় গণভবনে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের খোঁজ খবর নেন। তিনি কুশল বিনিময় করেন। কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কুষ্টিয়ায় তৃনমুল পর্যায়ে শান্তিপূর্ণভাবে সম্মেলন চলছে এবং জেলা আওয়ামীলীগ অতীতের সকল সময়ের চেয়ে বর্তমানে ঐক্যবদ্ধ বলে জানান।
সেই সাথে কুষ্টিয়ায় জননেতা হানিফ এমপি’র মাধ্যমে ব্যাপক উন্নয়ন করায় জননেত্রী শেখ হাসিনাকে জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান নেতৃবৃন্দ।