কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের অভিযানে ৩০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, পোড়াদহ রেলওয়ে থানার অফিসার ইনচার্য মোল্যা আফজাল হোসেনের নেতৃত্বে এটিএসআই পারভেজ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে গত রবিবার খুলনা হতে গোয়ালন্দ ঘাটগামী ২৫নং নকশীকাথা মেইল ট্রেনে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
ট্রেনটি সকাল সাড়ে ৬টার সময় জয়রামপুর রেলওয়ে ষ্টেশনে পৌছলে অভিযান চালিয়ে স্কুল ব্যাগে থাকা ৩০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মোমিনপুর মাঠপাড়া গ্রামের রফিক চৌদ্দারের ছেলে ওমর ফারুক(২৫) কে আটক করে। পরে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে মামলা হয়। আটককৃতকে কোর্টে চালান দেয়া হয়েছে।