জেলা প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলার ১৬ নং ওয়ার্ড মঙ্গলবাড়িয়া গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী শরিফা বেগম (৫০) কে পূর্ব শত্র“তার জের ধরে অবৈধ অস্ত্র দিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষ। এই ঘটনায় ঐ শরিফা বেগমের ছেলে হারুন অর রশিদ বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে ও হারুন অর রশিদ হতে জানা যায়, বিবাদী ১।মোঃ বাবু (২২) পিতা জালাল মন্ডল ২। মোঃ ঘুনু মন্ডল (৫০) পিতা মৃতঃ শওকত মন্ডল ,৩। মোঃ রাজিব (৩০) পিতা মোঃ ঘুনু মন্ডল সহ ২ জন সর্ব সাং-মঙ্গলবাড়ীয়া থানা ও জেলা: কুষ্টিয়া পূর্ব শত্র“তার জের ধরে র্পুবে থেকে আমাদের মঙ্গলবাড়িয়া মৌজার ক্রয়কৃত সম্পত্তি বিবাদীগন জোরপূর্বক দখল করিয়া লইবার তৎপড়তা করিলে উক্ত সম্পত্তির বিষয়ে কুষ্টিয়া বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয় মামলা নং মিস ৬৩/১৯। উক্ত মামলার রায় হারুন অর রশিদের পক্ষে হয় এবং বহল থাকে।
তিনি বলেন, গত ৩১-১০-২০১৯ ইং তারিখে অনুমান সকাল ৯ ঘটিকার সময় জমিতে আমরা কাজ করিতে গেলে বিবাদীগন জমির উপর এসে আমাকে অশ্লিল ভাষায় গালিগালাজ করে এবং আমাকে মারপিট করতে আসে। বিবাদীগন আমাকে মারপিট করতে না পারিয়া আমার মা শরিফা বেগম (৫০) কে ১। বিবাদী হকিস্টিক দ্বারা এলোপাতাড়ি ভাবে মারপিট করে মারাত্মকভাবে রক্তাক্ত যখম করে ফেলে। শোর-চিৎকার শুনিয়া স্হানীয় মানুষ ঘটনাস্থলে এসে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠাই, বর্তমানে শরিফা বেগম কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
২নং ও ৩ নং বিবাদীগন হত্যা করার উদেশ্যে অবৈধ অস্ত্র দিয়ে হত্যার চেষ্টা করে। আমার ছেলে ভয় পেয়ে চিৎকার করলে স্থানীয় এলাকাবাসী ছুটে আসে। বিবাদীগণ হুমকী দিয়ে বলে তোদের পরিবারের লোকজনদের খুন করে ফেলবো বলে ঘটনাস্থল থেকে চলে যায়। পরে ১ নং ২ নং ৩ নং বিবাদীগন সহ ২ জন যোগসাজশে হাতে লোহার রড, বাশের লাঠি,দিয়ে আমাকে ও আমার পরিবারের উপর হামলা করতে আসে।
এবিষয়ে এলাকাবাসী এই ঘটনায় কুষ্টিয়া পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছে।