শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে বস্ত্র বিতরণ করা হয়েছে। ৩ অক্টোবর ২০১৯ তারিখ বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া শহরস্থ শ্রীশ্রী গোপীনাথ জিউর মন্দির প্রাঙ্গনে এ বস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি থেকে বস্ত্র বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি নরেন্দ্রনাথ সাহার সভাপতিত্বে বস্ত্র বিতরণ কর্মসূচীতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মৃনাল কান্তি দে, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা আইনজীবী সমিতির সভাপতি (পি.পি) এ্যাডঃ অনুপ কুমার নন্দী, হিন্দু-বৌদ্ধ-খৃস্টান ঐক্য পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি এ্যাডঃ সুধির শর্মা।
স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এ্যাডঃ জয়দেব বিশ্বাস।
অনুষ্ঠান পরিচালনা করেন পূজা উদ্যাপন পরিষদ জেলা শাখার আইন সম্পাদক এ্যাডঃ শংকর কুমার মজুমদার।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সবুজ কুমার বসাক, পূজা উদ্যাপন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা পলাশ স্যান্নাল, যুগ্ম-সম্পাদক গৌতম কান্তি চাকী, সমাজ সেবক বিশ্বনাথ সাহা বিশু, অজয় সুরেকা, হিন্দু-বৌদ্ধ-খিৃস্টান ঐক্য পরিষদ কুষ্টিয়া সদর উপজেলা শাখার সভাপতি ব্যারিস্টার গৌরব চাকী, সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক নিলয় কুমার সরকার, জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ সেন, জেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদক এ্যাডঃ শীলা বসু (এ.জি.পি) প্রমুখ।
শুরুতে শ্রীশ্রী চন্ডী থেকে পাঠ করেন পূজা উদ্যাপন পরিষদ জেলা শাখার সদস্য বাপ্পী বাগচী।