কুষ্টিয়া পুলিশ লাইনস্থ পুনাক ফুড পার্ক পার্টি সেন্টারে বৃদ্ধাশ্রমের মায়েদের সাথে পুনাক ফুড পার্কের আয়োজনে ও রোটারি ক্লাবের সহযোগিতায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া ইফতার ও দোয়া মাহফিলে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব কুষ্টিয়ার প্রেসিডেন্ট ওবাইদুর রহমান, সেক্রেটারি আলিমুল হক সনজু, জয়েন্ট সেক্রেটারি রাসেল পারভেজ, জয়েন্ট সেক্রেটারি তৌহিদুল ইসলাম, ক্লাব সার্ভিস ডিরেক্টর মোসাদ্দেক আলী মনি, রোটারিয়ান জাহিদুল ইসলাম রনি, রোটারিয়ান শাহ জামাল তানভীর, রোটারিয়ান রফিকুল ইসলাম, রোটারিয়ান এ এম এম রোকোনুজ্জামান নান্টু, প্রেসিডেন্ট নমিনি সৈয়দা হাবিবা, জয়েন্ট ট্রেজারার বিশ্বনাথ পাল, সার্জেন্ট এট আর্মস রোয়াইম রাব্বি ও রোটারি ডিসট্রিক্ট ৩২৮১ এর এসিস্টেন্ট গভার্নর অজয় সুরেকা, মানুষ মানুষের জন্য সংগঠনের পরিচালক সাহাব উদ্দিন মিলন, কলামিষ্ট ড. আমানুর আমান, পুলিশ শপিং কম্পেলেক্সের প্রোপাইটার আসফাক আহমেদ শিপলু।
দোয়া পরিচালনা করেন, প্রপোজড মেম্বার সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের ম্যানেজার আব্দুর রউফ। ইফতারের পূর্বে সুরেকা এন্টারপ্রাইজের আয়োজনে বৃদ্ধাশ্রমের মায়েদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়। সেলিম বেডিংয়ের সৌজন্য বেডসিট ও পিলো কাভার বিতরণ করা হয় , পুলিশ শপিং কম্পেলেক্সের পক্ষ থেকে পেষ্ট ও ব্রাশ বিতরণ করা হয়। কম্পিউটার স্পেস ইনিষ্টিটিউটের পক্ষ থেকে হুইল পাওডার ও সাবান দেওয়া হয় এবং মানুষ মানুষের জন্য সংগঠনের পক্ষ থেকে নারিকেল তেল ও ঈদের সাবান মায়েদের মধ্যে বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে বৃদ্ধাশ্রমের পরিচালক আফরোজা আক্তার মিষ্টি ও মিঠ সহ বৃদ্ধাশ্রমের ২৯জন নিঃসন্তান ও বিধবা মা উপস্থিত ছিলেন।