ঢাকা-আরিচা মহাসড়কে ঢাকার ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় একটি পিকআপ ভ্যান খাদে পড়ে চালকসহ দুইজন নিহত হয়েছে। আজ শনিবার সকাল ৭ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের কসমস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ধামরাই থানার এসআই শেখ ফরিদ ঘটনাটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। একইসঙ্গে মরদেহ দুটি তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
পুলিশ জানায়, ভোরে নবীনগর থেকে একজন যাত্রী নিয়ে মানিকগঞ্জের উদ্দেশে ছেড়ে যায় পিকআপ ভ্যানটি। ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কসমস এলাকায় পৌঁছলে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এসময় পিকআপটি সড়কের পাশের প্রায় ৩০ ফুট গভীর খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই যানটির চালকসহ দুইজন মারা যায়।
নিহতরা হলেন মিঠু (৩৫) মানিকগঞ্জ সদরের আলীনগর গ্রামের জনাব আলীর ছেলে এবং কুষ্টিয়ার ভেড়ামাড়া উপজেলার বাসিন্দা তৌহিদুল ইসলাম তুষার।
মিঠু পিকআপের মালিক। তিনি নিজেই গাড়িটি চালাচ্ছিলেন। আর তুষার একটি ব্যাংকে চাকরি করেন। তিনি মানিকগঞ্জ যাওয়ার জন্য নবীনগর থেকে পিকআপে উঠেছিলেন।