পালিয়েও শেষ রক্ষা পেলেন না মশিয়ার রহমান (৪৫) নামে এক বিএনপি কর্মী। রোববার (২৬ আগস্ট) বিকালে যশোর শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকায় ধাওয়া করে ছুরিকাঘাতে তাকে খুন করে দুর্বৃত্তরা।
মশিয়ার রহমান শংকরপর এলাকার তকব্বর শেখের ছেলে। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
জানা যায়, রোববার বিকাল সাড়ে ৫টার দিকে মশিয়ার রহমানের ভাইপো শোভনকে খুঁজতে যায় দুর্বৃত্তরা। এসময় তাকে না পেয়ে আরেক ভাইপো ইকবাল শেখের মুদির দোকানে ভাঙচুর চালায় তারা। এ সময় মশিয়ার ঠেকাতে গেলে তাকে ধাওয়া করে দুর্বৃত্তরা। তিনি দৌঁড়ে আবদুল হামিদের বাড়িতে আশ্রয় নিলে, সেখানে গিয়ে সন্ত্রাসীরা ছুরিকাঘাতে করে। পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবদুর রশিদ বলেন, মশিয়ার রহমানের ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে।
যশোর নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু বলেন, মশিয়ার বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। তাকে কারা খুন করেছে সেটা জানতে পারিনি।
যশোর কোতোয়ালি থানার ওসি অপুর্ব হাসান জানান, একজনকে হত্যার খবর পেয়ে হাসপাতালে এসেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কারা হত্যা করেছে সেটা জানার চেষ্টা করছে পুলিশ।