গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় মাইওয়ানের মিনিস্টার টিভি-ফ্রিজ তৈরি কারখানার লাগা আগুন প্রায় ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিটের কর্মীরা এ আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে সকাল সোয়া ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, ধীরাশ্রম এলাকায় মাইওয়ানের মিনিস্টার ফ্রিজ-টিভি তৈরি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে প্রথমে জয়দেবপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে।
পরে গাজীপুরসহ আশপাশের ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে যোগ দেন। মোট ১৬টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান তিনি।
Discussion about this post