নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নের প্রতিবাদে সোমবার থেকে কুষ্টিয়াতে অনির্দিষ্টকালের জন্য খুলনা -কুষ্টিয়া ও উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গসহ বেশির ভাগ রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকেরা।
এতে পাল্টে গেছে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিত্র।
প্রতিদিন যেখানে এ হাসপাতালের আউটডোরের টিকিট সংগ্রহ ও চিকিৎসকের সাক্ষাৎ পেতে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করত শত শত রোগী। এখানে আজ কোন প্রকার লাইন ছাড়াই টিকিট সংগ্রহ ও চিকিৎসকের সাক্ষাত পায়েছেন আগত আশপাশের রোগীরা।
এদিকে, কুষ্টিয়ায় তিন দিন ধরে বাস চলাচল বন্ধ। আজ মঙ্গলবার দুপুর ১২টায় জেলা প্রশাসক আসলাম হোসেন তাঁর কার্যালয়ে ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ বাস্তবায়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা ডাকেন। ওই সভায় বাসমালিক ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এতে শ্রমিক পক্ষ বুধবার সকাল থেকে বাস চলাচল করবে বলে আশ্বাস দিয়েছে।