শনিবার বিকেল পাঁচটার দিকে কুষ্টিয়া সদর উপজেলায় আব্দালপুর ইউনিয়নের পাশের কুমার নদ থেকে ভাসমান অবস্থায় এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে ইবি থানা পুলিশ। গতকাল সন্ধান মিলেছে সেই অজ্ঞাত লাশের।
সে ইবি থানার পশ্চিম আব্দালপুর ইউনিয়নের দেরীপাড়া গ্রামের মৃত ভাদু শেখের ছেলে শাহাদত (৬২)। পরিচয় নিশ্চিত করে শাহাদতের ছেলে আনোয়ার। আনোয়ার জানান, গত বুধবার বিকেলে আমার বাবা বাড়ি থেকে বের হয়। এরপর আর তাকে পাওয়া যায়নি। গতকাল ময়নাতদন্ত শেষে লাশ দাফন করা হয়েছে। বিকালে ইবি থানা পুলিশ নিহত শাহাদতের স্ত্রী, পুত্র ও কন্যাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে বলে জানা যায়।
এর আগে বুধবার রাতে নিহত শাহাদতের সাথে বাজার পাহারা দিয়েছিলেন জাহাঙ্গীর, ওয়াহেদ ও রাজ্জাক। রাজ্জাক কে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। পরে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেই। এ ব্যাপারে বাজার পাহারাদার জাহাঙ্গীরের সাথে কথা বললে তিনি জানান, ওই রাতে নিহত শাহাদত আমাদের সাথে বাজার পাহারা দেই। তার শরীরে জর থাকায় সে আগুন পোহায়। আমি আযানের সময় বাড়ী চলে আসি।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আব্দালপুর ইউনিয়ন পরিষদ ভবন রয়েছে দেরীপাড়া বাজার সংলগ্ন স্থানে। এখানে পাশেই বাস করেন দেড় মাস আগে নিহত ব্যক্তির স্ত্রী। তিনি এখানে একাই থাকেন। এই মহিলার সাথে নিহত শাহাদতের সখ্যতা ছিল। নিহত শাহাদত হত্যার ব্যাপারে অনেক তথ্য দিতে পারে বলে জানায় এলাকাবাসী। এই মহিলাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে বেড়িয়ে আসতে পারে হত্যা রহস্য। এছাড়াও দেরীপাড়া গ্রামের মৃত খেলাফতের ছেলে অলির বাড়িতে এই মহিলা কাজ করতো। এই অলিকে জিজ্ঞাসাবাদ করলেও মিলতে পারে এই হত্যার তথ্য।
নিহত শাহাদতের হত্যা নিয়ে এলাকায় চলছে নানান গুঞ্জন। তবে অনেকের ধারণা নারী ঘটিত কারণেই এই হত্যা সংঘটিত হতে পারে। এ ব্যাপারে ইবি থানার অফিসার ইনচার্জ রতন শেখের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, মামলা হয়নি। পুলিশের অভিযান অব্যহত রয়েছে।