নেশার টাকা যোগাতে ছাগল চুরি করে নিয়ে যাওয়ার সময় ইজিবাইক চালকসহ কুষ্টিয়ার ৪ যুবককে ধরে গণধোলাই শেষে পুলিশে দিয়েছে কালিদাসপুর আসাননগর এলাকাবাসি।
কুষ্টিয়ার তিন যুবক দর্শনা থেকে নেশা করে ফেরার পথে কালিদাসপুর বাসস্টান্ড থেকে কুষ্টিয়ার একটি ইজিবাইক ভাড়া করে আসাননগর গ্রামের আবেদ ঘোষের বড় একটি খাসি ছাগল চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতে নাতে আটক হয়। পরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে।
জানাগেছে, কুষ্টিয়া চৌড়হাস মোড়ের আজাহারের ছেলে সুমন (২০), মজমপুরের রেজাউলের ছেলে আমিনুল ইসলাম সিফাত (২০) একই এলাকার শমসেরের ছেলে আকাশ (২৫) দর্শনা বর্ডারে ফেন্সিডিল খেতে যায়। দর্শনা থেকে ফেন্সিডিল ও গাঁজা সেবন করে আসার সময় নেশার টাকা যোগাতে ফেরার পথে আলমডাঙ্গা কালিদাসপুর সাদা ব্রিজ মোড়ে নেমে পড়ে।
তারা তিন বন্ধু মিলে যুক্তি করে একটি ইজিবাইক ভাড়া করে রাস্তা থেকে একটি ছাগল চুরি করে নিয়ে যেতে হবে। কথা মোতাবেক কুষ্টিয়া মিলপাড়ার আব্দুল মজিদের ছেলে নাসিমের ইজিবাইক ভাড়া করে। দুজন কালিদাসপুর সাদা ব্রিজ মোড় থেকে চড়ে আর সামনে থেকে একজন উঠবে বলে জানায়। আসাননগর সাঁেকার নিকট গিয়ে সুমন আসাননগর গ্রামের আবেদ ঘোষের একটি ১০ হাজার টাকা দামের খাসি ছাগল চুরি করে ইজিবাইকে চড়ার সময় স্থানীয় লোকজন তাদের ধরে ফেলে। এসময় তাদেরকে এলাকাবাসি গণধোলাই দেয়।
সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানার এএসআই আসাদ গিয়ে ইজিবাইক চালকসহ চারজনকে আটক করে নিয়ে আসে।