ফেনীর সোনাগাজী ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার (১৩এপ্রিল) সকাল ১১ টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের মৃত্তঞ্জয়ী মুজিবের সামনে সাধারন শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠন একাত্বতা প্রকাশ করে অংশ নেয়।
জি কে সাদিকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন – শাহজালাল ইসলাম সোহাগ, মমিনুর রহমান, মুম্মা আহসান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ তার সহযোগীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত নারীদের নিরাপত্তায় সরকারকে নজর দেওয়ার জন্য অনুরোধ করেন।