আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যেকোন ধরনের সহিংসতা এড়াতে তৎপর রয়েছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। কুষ্টিয়া জেলায় বহিরাগতদের অবস্থান ঠেকাতে আবাসিক হোটেল গুলোতে রয়েছে র্যাবের কঠোর নজরদারী। পুলিশের এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের পক্ষ থেকে ২৬ ডিসেম্বর বুধবার থেকে কুষ্টিয়া জেলার আবাসিক হোটেল গুলোতে তল্লাশী শুরু করে র্যাব।
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোঃ রুহুল আমিন জানান, ৩০ ডিসেম্বর ২০১৮ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের এ অভিযান চালানো হচ্ছে। এদিকে নির্বাচনকে ঘিরে কুষ্টিয়াবাসীকে আশ^স্ত করতে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল চলমান রয়েছে।
এছাড়াও কুষ্টিয়া জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা গুলোতে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় চেকপোস্ট বসিয়ে তল্লাশী করা হচ্ছে। এ অভিযান চলমান থাকবে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্রে করে কেউ যদি নাশকতা, বিশৃঙ্খলা, সর্বোপরি আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে র্যাব কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান তিনি।