নিরব হোসেন তালহা (৭) ১ম শ্রেণীর ছাত্র। সময় বের করে বাচ্চাদের সাথে ছোটাছুটি আর খেলাধুলা তার প্রতি দিনের রুটিন।
গত ১ বছর মাথায় সমস্যা হওয়ায় হঠাৎ নিরব হোসেন তালহার দুইটি চোখ নষ্ট হওয়ার পথে এই বয়সে প্রতিদিনের নেয় বন্ধুদের সাথে খেলায় মেতে ওঠার কথা ও নিয়মিত বিদ্যালয়ের যাওয়ার কথা সব এলোমেলো হয়ে গেল নিরব হোসেন তালহার।
কুষ্টিয়াতে চক্ষু বিশেষক চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা চক্ষু হাসপাতালে চিকিৎসা করার জন্য বলে।
নিরব হোসেন তালহা কুষ্টিয়া কুমারখালী উপজেলা পান্টি ইউনিয়নের নগর কয়া গ্রামের লাল্টু হোসেনের ছেলে তার চিকিৎসার জন্য প্রচুর টাকা প্রয়োজন। কিন্তু দরিদ্র পিতা ও দাদার এই টাকা জোগাড় করতে পারছে না।
তাই সকলের কাছে সহযোগিতা কামনা করেছেন। তাদের সাথে যোগাযোগের জন্য মোবাইল নং ০১৯২৮৩০৭৫৯০। সাহায্য পাঠানোর ঠিকানা অগ্রণী ব্যাংক লিঃ পান্টি শাখা সন্চায়ী হিসাব নং ৯৬২৭