কুষ্টিয়ায় নবীন-প্রবীণ আনন্দ উৎসব ও প্রীতি ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মিরপুর উপজেলার মশান দিশা কমিউনিটি হাসপাতাল চত্বরে।
যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো এই গানের মতই দিশা সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে নবীন-প্রবীনদের আনন্দ উৎসবে প্রবীনদের নিজের হাতে বউ সাজানোর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যেমন একদিকে আনন্দ উল্লাস প্রকাশ করে তেমনি বৌ বেসে পদ্ধতি প্রবীণ হলেও তার বরের সেই অনুভূতিগুলো প্রকাশ করেছে শত মানুষের সামনে।
শনিবার দিনব্যাপী কুষ্টিয়ার মিরপুর উপজেলার মশান বাজার সংলগ্ন দিশা কমিউনিটি হাসপাতাল চত্বর প্রাঙ্গনে নবীন-প্রবীণ আনন্দ উৎসবে যোগ দিতে আসে শত শত প্রবীণ ও নবীন এতে দিনব্যাপী বিভিন্ন হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি খেলা, হা ডূ ডূ খেল, ফুটবল খেল, কানামাছি, অন্ধের হাড়ি ভাঙ্গা, রশি টানাটানি, বালিশ বদলসহ অন্তত 20 ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হয় ।
সকালের উদ্বোধন করেন মিরপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা এস এম জামাল আহমেদ। এদিকে দিনশেষে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংস্থার কার্যনির্বাহী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান বাবু অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ রবিউল ইসলাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বালিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ড শফিকুল ইসলাম মন্টু উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক তসলিম উদ্দিন খান ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার খন্দকার সানাউল্লাহ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও পান আলী মেম্বার প্রমুখ।
শিশু পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা অফিসার রোকসানা পারভীন। দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান প্রতিযোগিতা এসেছে যেমন একদিকে মিলনমেলায় পরিণত হয় তেমনি অন্যদিকে উৎসব মুখর পরিবেশে কানায় কানায় পূর্ণ ছিল দিশা কমিউনিটি হাসপাতাল এর পুরো চত্বরটি।
শীঘ্রই দেশে কমিউনিটি হাসপাতাল সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে পূর্ণাঙ্গ রূপে একটি হাসপাতাল উপহার দেওয়ার জন্য আহ্বান জানান দিশা সংস্থার নির্বাহী পরিচালক মোঃ রবিউল ইসলাম।